2 days ago (edited) • SOE Bangla

আজ  (26/06/24)আসছি ঠিক রাত ৯ টায় Basic Mathematics এর প্রথম ক্লাস নিয়ে । 
ক্লাস -১১,১২ এর পাশাপাশি WBJEE, NEET, JENPUS সমস্ত পরীক্ষার্থী দের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে । 
তোমরা থাকছো তো আজ,?
 সকলে মিলে একসাথে আগুন লাগিয়ে দেবো🔥

লাইভ ক্লাসের লিঙ্ক প্রথম কমেন্টে 👇 

2 days ago • SOE Bangla

আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন কে? 

3 days ago • SOE Bangla

ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিস্কার করেন কে? 

7 days ago • SOE Bangla

শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি? 

9 days ago • SOE Bangla

ঘড়ির কাঁটার গতি কেমন গতি? 

11 days ago • SOE Bangla

সকলকে ঈদের শুভেচ্ছা। আজ ঈদ উপলক্ষে ইউটিউবে ও APP এর সমস্ত লাইভ ক্লাস বন্ধ থাকবে। 

12 days ago • SOE Bangla

" তবু এই ভালোবাসা ধূলো আর কাদা "🌼
_________________________________
নিউটনের তৃতীয় গতি সূত্র যে ভালোবাসার ক্ষেত্রে ও সমান ভাবে সিদ্ধ তার বারংবার জানান দেয় হয়তো এইভাবে।

ভালোবাসা ছড়িয়ে দিলে সত্যিই তা আবার নতুন রুপে আমাদের কাছে ফিরে আসে। 

কোনো এক নাম না জানা  ছাত্র অথবা ছাত্রি সুদূর উড়িষ্যা থেকে আমাদের SOE Bangla র প্রতিটি স্যার- ম্যাডামদের জন্য SOE Bangla লোগো প্রিন্ট করা টি শার্ট পাঠিয়েছে  কুরিয়ার করে।
সত্যিই আমাদের কাছে এ যেনো অমূল্য রতন ।
কখনও ভাবিনি ইউটিউবে  ক্লাস করিয়ে ছেলেমেয়েদের এতটা ভালোবাসা অর্জন করতে পারবো , তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবো । 
কিন্তু আজ আর বিশ্বাস করতে কোনো দ্বিধা নেই যে আমরা পেরেছি। সত্যিই এত ভালোবাসা বারবার কানে কানে বলে যায় যে আমরা পেরেছি আমরা সবাই মিলে একসাথে জিতে গেছি✊💪। 

12 days ago • SOE Bangla

WBJEE-2025 এর প্রতিজ্ঞা 2.0 এর🔴 LIVE ORIENTATION এটেন্ড না করে থাকলে দেখে নাও ঝটপট।
ব্যাচ কবে শুরু হবে ?
কারা কারা থাকছে এই ব্যাচে?
 গুরুদক্ষিণা কত রাখা হয়েছে?
কীভাবে পড়ানো হবে?
ইত্যাদি সমস্ত আলোচনা ডিটেলস এ রাখা হয়েছে লাইভে ।
দেখে নাও চটজলদি...
লিঙ্ক প্রথম কমেন্টে -👇 

13 days ago • SOE Bangla

কিছু সহজ স্বীকারোক্তি চোখে জল এনে দেয়...🌼
----------------------------------------------------------------------
দেবমাল্য ঘোষ,কলকাতার চেতলা তে দু-কামড়া ভাড়া বাড়িতে থাকে ।বাবা প্রাইভেটে ছোটো খাটো কিছু জব করে । 
ক্লাস -11 এর শুরু থেকে কোনো অফলাইন টিচার নেয়নি শুধু ইউটিউব কেই হাতিয়ার করে পড়াশোনা শুরু। 

ইউটিউবে ম্যাথের ভিডিও সার্চ করে আমার ম্যাথ ক্লাস খুঁজে পাই তারপর থেকে ওর SOE Bangla র সাথে পথচলা শুরু। দুবছর বোর্ডের ক্লাস দেখার পর শেষের দিনগুলোতে WBJEE র লাইভ ও রেকর্ডেড ক্লাস দেখে পড়াশোনা করেছে ও।
আমার শুধু মনে পড়ে 10 বছর আগের আমার টিচার না পাওয়ার দিনগুলো ,কোনো রকমে শুধু বই ও হোষ্টেলের দাদাদের সাহায্য নিয়ে ম্যাথ করে চলার দিনগুলো।

আসলেই যে উদ্যেশ্য নিয়ে আজ থেকে চারবছর আগের একটা অমানুষিক লড়াই শুরু করেছিলাম তা আজ দেবমাল্য দের মতো ছেলেমেয়েদের হাত ধরেই সফলতা ছুঁইছে,মশালের মতো জ্বালিয়ে রাখছে SOE Bangla কে।।

দেবমাল্যের এই সফলতা আসলেই বাংলার প্রতিটি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ছেলেমেয়েদের সফলতা যারা স্বপ্নসন্ধানী যারা আলোর পথযাত্রী...🌼
ওর সফলতার গল্প প্রথম কমেন্টে রেখে গেলাম👇 

2 weeks ago • SOE Bangla

ঘড়ির কাঁটার গতি কী রকম গতি ?